http://www.usalistingdirectory.com/science_and_technology/

Header Ads

চাইনিজ ভেজিটেবল রেসিপি

চাইনিজ ভেজিটেবল এর স্বাদই আলাদা। চাইনিজ ভেজিটেবল সাধারণত বিভিন্ন সবজি মিক্সড করে তৈরি করা হয়। কিন্তু চাইনিজ সবজি খাবার জন্য় আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। এই রেসিপি ফলো করলে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন মজাদার চাইনিজ ভেজিটেবল।


Ingredients

  • বরবটিঃ
  • গাজরঃ মাঝারি সাইজ
  • পেপেঃ মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে)
  • বাঁধাকপিঃ ৪ ভাগের এক ভাগ
  • মাশরুমঃ ৫-৬ টি
  • ক্যাপসিকামঃ ১ টি বড়
  • কর্ণ ফ্লাওআরঃ ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে
  • চিকেন (কুচি করা) বা প্রনঃ ১/২ কাপ
  • আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
  • পেঁয়াজঃ কুচি করা ১/২ কাপ
  • টেস্টিংঃ সল্ট সামান্য
  • টম্যাটো সসঃ সামান্য
  • চিকেন স্টক বা গরম পানিঃ পরিমান মতো


No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.